শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২

শেষ বিচারের ঘোষণা

শেষ বিচারের ঘোষণা

প্রকাশ্য দিবালোক, নেই কোন অন্ধকার
তবুও কেন করতে হবে আর্ত চিৎকার
বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছ।
কবে শেষ হবে এই অত্যাচার।

এই পুরুষ তান্ত্রিক আধুনিক সমাজ
মাথা উঁচু করে বাঁচতে দেবে না আজ
যতই করি না কেন  প্রতিবাদ আর চিৎকার।

ভোগ্য বস্তু আমরা?
করবে তোমরা আমাদের ভোগ ?
রেখে যাবে তোমাদের কুৎসিত রোগ
দগদগে ঘা ভরে দিয়ে আমার শরীরে
আরও মর্মান্তিক আঘাত মনের গভীরে
রেখে দেবে, চলে যাবে, পালিয়ে যাবে।

না না আর হতে দেব না এই অত্যাচার,
জানি এ নালিশের কোন দিন হবে না বিচার
জানি তোমরা ছারপোকার থেকে বেশি কিছু নও
অন্ধকার খুঁজে নিয়ে লুকিয়ে থেকে কামড়াও।

এখন নিয়েছি লাঠি আমরা হাতে,
গোলাপী ব্রিগেডের সাথে
আর  করবো না চিৎকার, চাইবো না বিচার,
বিচার করবো আমরা, কোথায় পালাবে তোমরা?
এতদিনের অত্যাচারের শাস্তি মাথা পেতে নিতে হবে তোমাদের
মনে রেখ, মা জগদ্ধাত্রী ও কালিকা হয়

পালাও, পালাও, যত দূরে যেতে পার যাও
অপরাধের শাস্তি তোমাদের নিতেই হবে
তাই খুঁজে খুঁজে বার করতে হবে
আর তিলে তিলে পিষে মারতে হবে।
সেটাই হবে তোমাদের শেষ বিচার।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন