বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২

২০১১ সনের টালীগঞ্জের সিনেমার জনপ্রিয় গান


২০১১ সালে টলিগঞ্জের বাঙলা সিনেমার গান

২০১১ সালে কলকাতা থেকে যে সমস্ত বাঙলা সিনেমা তৈরী হয়েছিল তার মধ্যে অনেক 

জনপ্রিয় গান ছিল।  দর্শকদের এবং শ্রোতাদের বিচারে আমার মনে হয় তিনটি সিনেমার 

গান জনপ্রিয়তার শিখর ছুয়েছিল।  সিনেমা তিনটি হল (১) চ্যাপলিন (২) বাইশে শ্রাবণ 

এবং (৩) গোঁসাই বাগানের ভূত।   ইউ টিউব থেকে গান গুলির লিংক নীচে দিলাম।  

আপনাদের পছন্দ মত শুনে নেবেন।  গানগুলি আমার কাছে খুবই ভাল লেগেছে। 


চ্যাপলিন সিনেমা থেকে      শ্রীজাতের সুর দেওয়া


শান এবং কৌষিকী দেশীকানের গাওয়া    পাতা ঝরা বৃষ্টি 



বাইশে শ্রাবণ সিনেমা থেকে   অনুপম রায়ের সুর দেওয়া


অনুপম রায়ের গাওয়া                      একবার বল তোর


রূপম ইসলামের গাওয়া                     এই শ্রাবণ


রূপঙ্রকরের গাওয়া                           গভীরে যাও 



গোঁসাই বাগানের ভূত সিনেমা থেকে     চন্দ্রবিন্দুর সুর দেওয়া


চন্দ্রবিন্দুর গাওয়া                           বুরুন তুমি অঙ্কে তের


শিলাজিতের গাওয়া                        হাবু হালুম


প্রতুল মুখার্জীর গাওয়া                     শেওড়া গাছে ভূত

আশা করবো আপনাদের গাম গুলি ভাল লাগবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন