বুধবার, ২৪ জুলাই, ২০১৩

কিছু বর্জ্য নয়


 
বিজ্ঞানের কি অদ্ভুত উন্নতি

বলে দৈহিক বর্জ্য পদার্থ বর্জিত হলে তোমারি ক্ষতি

ফেলিবেন না, কিছুই ফেলিবেন না অকাজের বলে

সবকিছুই ব্যবহারযোগ্য মেনেছে সকলে।

গোময়ের সাথে মিশ্রিত হয়ে গ্যাস তৈরী হত

কিম্বা কম্পোষ্ট সার হয়ে কপির ক্ষেতে যেত

কিন্তু তরল বর্জ্য হয়নিক ব্যবহার

বিজ্ঞান এখন জানিয়েছে তারও উপকার।

তোমার মোবাইলে চার্জ করতে হত বিদ্যুতের ব্যবহার

এরপর আর তার পরবেনা দরকার

তোমার তরল বর্জ্য থেকে হবে মোবাইল চার্জিং

খুসী হয়ে বলবে ও এম জি বা ও মাই ডার্লিং।।
 
ওপরের  লেখাটি খবরের কাগজে প্রকাশিত একটি সংবাদের উপর ভিত্তি করে লিখেছিলাম। তাতে লেখা ছিল মানব দেহের প্রস্রাবের দ্বারা মবাইলের ব্যাটারী চার্জিং করা সম্ভব হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন