বুধবার, ২১ আগস্ট, ২০১৩

পিঁয়াজ না পিঁয়াজি


গিয়েছিলাম বাজারে পিঁয়াজ কিনতে

দিইনিকো কাউকে সে কথা জানতে
বলবে যে লোকে, হয়েছে বড্ড বড়লোক
নইলে পিয়াজের দিকে বাড়াচ্ছে চোখ।
কদিন বাদে বিয়েতে যৌতুক হবে এক বস্তা পিঁয়াজ
বর কনের চেহারাটা ভেবে নিন আজ
পিয়াজের চন্দ্রহার মেয়ের গলায় দোলে
কোমরেতে পিয়াজের বিছেহার ঝোলে
বরের হাতে ধানী পিয়াজে আংটী
বরকর্তা নিচ্ছেন হিসেব পিয়াজে ওজনটি
সোনার কারিগরদের পড়েছে মাথায় হাত
আস্তানা তাদের এখন খালি ফুটপাথ
খুলেছে ম্যলেতে এসি লাগানো পিয়াজের দোকান
কিনতে লোকেদের যাতে না ছোটে ঘাম
ভেঙ্গে গেছে ঘুম, চোখটা খুললাম
তবে কি এতক্ষন পিয়াজি করলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন