সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩

ফেসবুকে রাজনীতি

গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে কিছু ভারত বংশীয় তাদের মতামত, সেটা মোদীকে প্রধানমন্ত্রী বানাতে হবে বা সর্দার মনমোহন সিং ভাল প্রধান মন্ত্রী এই ভাবে লেখা হচ্ছে। আবার কিছু লেখা এমন আসছে যেটা সাম্প্রদায়িক মনোভাব  ছড়াচ্ছে। ভারতে কে প্রধান মন্ত্রী হবে্ন সেটা ভারতে বসবাসকারীরা ঠিক করবেন অনাবাসী ভারতীয়রা না। তারা ভারতের বাইরে থেকে ভারতের নামে অনেক কিছু লিখছেন এবং কিছু ভারতীয়রা সেটাকে বাহবা দিয়ে যাচ্ছেন। ভারতের  সবই খারাপ, তারা যেখানে সেখানে থুতু ফেলে, তারা সাম্প্রদায়িক, ভারতীয় আতঙ্কবাদী মাত্রেই মুসলমান এসব লেখার কারন কি। সুস্থ সমালোচনা করুন। আপনার মতামত দিন। হায় রে বলে ছেড়ে দিলে কি উন্নতি হবে? এ ব্যপারে আপনাদের মতামত জানলে ভাল হয়। 

1 টি মন্তব্য: