শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

সোনা যে গাছেই ফলছে

গাতকাল সঙ্গীতশিল্পী মান্না দে র মৃত্যু সংবাদে  মন খুব খারাপ ছিল। কিন্তু সারা দিন আমরা যদি সবাই মন খারাপ করে বসে থাকি তবে কি আবার দিন গুলোকে ফিরে পাব। তাই চেষ্টা করছি যাতে আপনারা একটু হাসেন।

সোনার দাম কমবে এবার বলল এসে গুল্লি
যেন তার কানের কাছে এসে বলেছে কালো বিল্লী
ধ্যাত, যা ভাগ এখন, মারবি না গুল মোটেই
এসব কথা শুনলে পরে মনেতে দুঃখ ফোটে
জন্মের মধ্যে কম্ম করে পেলাম গিন্নীর গয়না
লোনের সময় যাচাই করায়, বলে নকল সোনা।
গিন্নীকে যদি বলি তবে ডাইভোর্স হবে তক্ষুনি
কিন্তু কাজের লোক আর নর্মসহচরী কোথায় পাই এক্ষুনি।
নাগো দাদা, সত্যি বলছি কালাগুর্লির কাছে
সোনা পাওয়া যাচ্ছে ইউক্যালিপ্টাস গাছে
যা যা গুল মারিস না, সোনা কি গাছে ফলে?
যাওনা গিয়ে নিজেই দেখ বৈজ্ঞানিকেরা কি বলে
একশ ফিট মাটির নীচে সোনার গুঁড়ো আছে
জলের সাথে মূল দিয়ে উঠেছে সে গাছে
তারপরে পাতায় পৌঁছে তার জার্নি শেষ
সোনার লোভে বিকচ্ছে হোথায় পাতার অবশেষ
তাহলে কেন যাই না চলে সেই দেশেতে ভাই
কালাগুর্লি নামটাও মনে থাকে না ছাই।
দেনারে তুই একটা ভিসা জোগাড় যন্তর করে
আসব ফিরে নিয়ে সোনা, দু স্যুটকেশ ভরে
স্মাগল করছি না ভাই, বিদেশে কেনা নয়
খালি আনার ব্যপারে ওদেশের আপত্তি না থাকলে হয়
কি বললি, ভিসা দিচ্ছে না, বলছে জাতীয় সম্পত্তি
কি দরকার ছিলরে তোর আমাকে দিতে বাতি।।

কাল সংবাদপত্রে পড়েছি অস্ট্রেলিয়ার কালাগুর্লিতে ইউক্যালিপ্টাস গাছের পাতায় সোনার কনিকা পাওয়া গেছে। তার উপরেি এই ছোট্ট ছড়া।

1 টি মন্তব্য: